ভিডিও

 হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে : বোদা থানা পুলিশ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ১১:০৯ রাত
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ১১:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড় জেলার বোদা থানায় বিভিন্ন সময় হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) বোদা থানার সার্ভিস ডেলিভারী কক্ষ (গোলঘরে) সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

বাকিগুলি ইতোপূর্বে বিভিন্ন সময়ে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসাররা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোনগুলি হাতে পেয়ে মালিকরা বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম সহ বোদা থানার সকল পুলিশ সদস্যের ভুয়শী প্রশংসা করেন।

এ বিষয়ে অফিসার ইনচাজ মোজাম্মেল হক পিপিএম বলেন, বোদা থানা পুলিশ ভবিষ্যতেও উন্নত পুলিশি সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS